সাম্প্রতিক সময়ে চুরি ও ডাকাতির প্রবৃদ্ধি হয়নি, দাবি মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৪ মার্চ: আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে সারা রাজ্যে সাম্প্রতিক সময়ে চুরি ও ডাকাতির বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের সমস্যার বিষয়ে বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের তারাকাচিহ্ন বিহীন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বলেন, রাজ্যে চুরি ও ডাকাতি বৃদ্ধি পায়নি।

তিনি জানান, ২০২৩ সনের তুলনায় ২০২৪ সনে চুরির মামলা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২৩ সালে নথিভুক্ত চুরির সংখ্যা ছিল ২৭৯টি, যা ২০২৪ সালে কমে ২২৮টি হয়েছে।

অপরদিকে, ডাকাতির মামলার পরিসংখ্যান সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, ২০২৪ সনে ২০২৩ সনের তুলনায় ডাকাতির মামলার সংখ্যা অপরিবর্তিত ছিল এবং কোনো নতুন বৃদ্ধি ঘটেনি, যেখানে ২০২৩ সনে ডাকাতির মামলা ছিল ৪টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *