নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ মার্চ:
“রঙের আঙিনায় রাঙিয়ে গেল তেলিয়ামুড়া শহর” এমনই এক দৃশ্য পরিলক্ষিত হল তেলিয়ামুড়া মহকুমা তথ্য সংস্কৃতি দফতর এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসবে।
রবিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো তেলিয়ামুড়া পৌর পরিষদ ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া বড়মুড়া কাফেটেরিয়ায় তেলিয়ামুড়ার অগনিত সাংস্কৃতিক জগতের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোক উজ্জল রঙের উৎসব।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্যসচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যানী সাহা রায়, পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার, খোয়াই জেলা পরিষদের সহ- সভাধিপতি সত্যেন্দ্র দাস সহ বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য ভট্টাচার্য্য, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূএধর, বিশিষ্ট কবি মনোরঞ্জন গোপ, তেলিয়ামুড়া প্রাক্তন পৌরপিতা ও কাউন্সিলর নিতীন কুমার সাহা, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ অন্যান্যরা।
এই দিনের অনুষ্ঠানে বিধায়িকা কল্যানী সাহা রায় বলেন, আগামীদিনে তেলিয়ামুড়া শহর এলাকায় তেলিয়ামুড়া জনসাধারণের আনন্দের কথা চিন্তা করে আগামী দিনেও এই অনুষ্ঠান চলতে থাকবে এবং প্রথমবারের মতো এই অনুষ্ঠানে ভালো সাড়া পেয়েছে। এবং তিনি গোটা রাজ্যে অগনিত জনগন কে বসন্তের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।