নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ:
হরিজন কলোনী এলাকায় শহীদ ভগৎ সিং সুখদেব রাজগুরুদের শহীদান দিবস উপলক্ষে ডিওয়াইএফআই মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
ডিওয়াইএফআই মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে হরিজন কলোনী এলাকায় শহীদ ভগৎ সিং সুখদেব রাজগুরুদের শহীদান দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিট্যু রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে, সর্বভারতীয় সিট্যু সম্পাদক সুদীপ দত্ত সহ সদর সিপিআইএম সম্পাদক অমল চক্রবর্তী।
এদিন রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সিটুর রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন রক্তদান হলো একটি সামাজিক দায়িত্ব। সামাজিক দায়িত্ববোধের কথা মাথায় রেখেই বিভিন্ন গণসংগঠন প্রতিনিয়ত রক্তদান করে যাচ্ছে। বামফ্রন্ট সরকারের আমল থেকেই রক্তদান সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। শুধু রক্তদান শিবির সংঘটিত করাই নয় কেউ যদি রক্তের সমস্যায় পড়ে তাহলে সংগঠনের তরফ থেকে সঙ্গে সঙ্গে রক্তের ব্যবস্থা করে দেওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন।