১০০ বছর পূর্তিতে প্রচার কর্মসূচির পরিকল্পনা আরএসএস-এর, কোনও আনুষ্ঠানিক উদযাপন নয়

বেঙ্গালুরু, ২৩ মার্চ (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) চলতি বছর প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ করতে বেশ কয়েকটি প্রচার কর্মসূচির পরিকল্পনা করেছে। রবিবার বেঙ্গালুরুতে সঙ্ঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকের শেষ দিনে আরএসএস-এর সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে জানান, এই বছর বিজয়াদশমীর প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন প্রচার কর্মসূচি চালু করা হবে। তিনি আরও বলেন, এই কর্মসূচিগুলি সমাজের উন্নতির জন্য বিভিন্ন কর্মকাণ্ডে সামাজিক অংশগ্রহণের চেষ্টা করবে। হোসবালে জানান, সামাজিক সম্প্রীতি এবং জাতীয় ঐক্যকে উন্নীত করার জন্য তৃণমূল স্তরে জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ঔরঙ্গজেব বিতর্কের বিষয়ে হোসবালে স্পষ্ট করে বলেন, ঔরঙ্গজেব ভারতীয় নীতি ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন না। তিনি আরও বলেন, একজন আক্রমণকারী তাদের আইকন হতে পারে কিনা তা সমাজের সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্য একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ধর্মভিত্তিক সংরক্ষণ সাংবিধানিক নয় এবং অনেক আদালত এই ধরনের পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে। প্রাথমিক বক্তব্যে হোসবালে জানান, অখিল ভারতীয় প্রতিনিধি সভা আজ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে।

—————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *