বাংলাদেশের হিন্দু সমাজের পাশে রয়েছে আরএসএস, জানালেন অরুণ কুমার

বেঙ্গালুরু, ২২ মার্চ (হি.স.): বাংলাদেশের হিন্দু সমাজের পাশে রয়েছে আরএসএস। শনিবার এমনটাই জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরকার্যবাহ অরুণ কুমার। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সঙ্ঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকের দ্বিতীয় দিনে, শনিবার এক সাংবাদিক বৈঠকে সরকার্যবাহ অরুণ কুমার বলেছেন, “আমরা বাংলাদেশের হিন্দু সমাজের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। হিন্দু-সহ বাংলাদেশের সকল সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি। শাসনব্যবস্থা পরিবর্তনের কারণে আমাদের এটিকে রাজনীতি অথবা অন্য কিছু হিসেবে বিবেচনা করা উচিত নয়। এর একটি ধর্মীয় দৃষ্টিকোণও রয়েছে। সংখ্যাগরিষ্ঠ ও ক্রমাগত লক্ষ্যবস্তু হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা।”

অরুণ কুমার আরও বলেছেন, “ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন নতুন নয়। ১৯৫১ সালে হিন্দু জনসংখ্যা ছিল ২২% এবং এখন তা কমে ৭.৯৫% হয়েছে। এটি বাংলাদেশে হিন্দুদের জন্য একটি অস্তিত্বগত সংকট। এবার যে হিংসা ঘটছে, তার পিছনে সরকার এবং প্রাতিষ্ঠানিক সমর্থন রয়েছে বলে মনে হচ্ছে। তারা এটিকে কেবল হিন্দু-বিরোধী নয়, ভারত-বিরোধী করার চেষ্টা করছে। আমাদের প্রস্তাবে, আমরা আন্তর্জাতিক শক্তি সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেছি। ভারত এবং তার প্রতিবেশী দেশগুলি কেবল দেশের একটি গোষ্ঠী নয়; আমাদের একটি দীর্ঘ ইতিহাস ভাগ করা হয়েছে… আমাদের অনেক মিল রয়েছে। অনেক বিশ্ব শক্তি ভারত এবং তার প্রতিবেশীদের মধ্যে অবিশ্বাস তৈরি করার চেষ্টা করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *