কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে ছাত্রাবাস দিবস প্রতিপালিত

আগরতলা, ২২ মার্চ : কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসরে আজ ছাত্রাবাস দিবস প্রতিপালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পূর্বতন উপাচার্য, পদ্মশ্রী প্রফেসর অরুণোদয় সাহা মহোদয়। তিনি তাঁর ভাষণে অভিমত প্রকাশ করেছেন যে, ছাত্রাবাস শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ তৈরি করে, যা তাদের পড়াশোনা ও ব্যক্তিগত বিকাশে সহায়ক। ছাত্রাবাস বা হোস্টেল শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, যা তাদের একটি আরামদায়ক বাসস্থান এবং স্বাধীন জীবনযাপনের সুযোগ করে দেয়, যা তাদের মধ্যে আত্মনির্ভরশীলতা ও সামাজিকতা বৃদ্ধি করে এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে। বিশিষ্ঠ অতিথির ভাষণে ইকফাই বিশ্ববিদ্যালয়ের মাননীয় কুলসচিব ড. এ রঙ্গনাথ মহোদয় অভিমত পোষণ করেছেন যে, হোস্টেল জীবনে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনার গুরুত্ব উপলব্ধি করতে হয়, যা তাদের পড়াশোনা ও অন্যান্য কাজে সময়মতো কাজ করতে সাহায্য করে। হোস্টেল জীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে, যা তাদের কর্মজীবনেও কাজে লাগে। কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে প্রথমবারের মতো ছাত্রাবাস দিবসে গীত, নৃত্য, কবিতা পাঠ, আর্ট, গল্প লিখন, কুইজ প্রতিযোগিতা, স্টার্ট আপ আইডিয়া, আকস্মিক ভাষণ প্রতিযোগিতা বিবিধ সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি যোগ প্রতিযোগিতা, কেরাম প্রতিযোগিতা, লেমন রেস, ক্রিকেট ফুটবল, চেয়ার রান, ফটোগ্রাফি প্রতিযোগিতা, রশি প্রতিযোগিতা, ব্লগ প্রতিযোগিতা, ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই ছাত্রাবাস দিবসে পুরুষ এবং মহিলা ছাত্রাবাসের ওয়ার্ডেন সমূহ ড. সৌম্যজ্যোতি সাহা, ড. দিবেশ শর্মা, ড. বীণাপাণি চন্দ, শ্রীমতী পারভিন দেববর্মা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরের (ত্রিপুরা) নির্দেশক প্রফেসর প্রভাত কুমার মহাপাত্র এই অনুষ্ঠানে অধ্যক্ষতা করেন। এই অনুষ্ঠানে একলব্য পরিসরের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, কর্মচারী এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। শন্তিমন্ত্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *