পাটনা, ২০ মার্চ (হি.স.) : বৃহস্পতিবার সকাল থেকেই পাটনার আবহাওয়া পরিবর্তন হয়েছে। আবহাওয়া দফতর রাজ্যের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত, বজ্রপাত এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে। আগামী দুদিন সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার রাতে পাটনা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতসহ বৃষ্টিপাতের কারণে আবহাওয়া পরিবর্তন হয়েছে। আগামী দুই দিন এমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।