আগরতলা, ২০ মার্চ : মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে সোনামুড়া থানায় অভিযোগ জানালেন সোনামুড়া নাগরিক সমাজ। মূলত মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য ঘিরে গোটা রাজ্যব্যাপী তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে বলেও অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে।
এরই অঙ্গ হিসেবে আজ সোনামুড়া নাগরিক সমাজের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। মন্ত্রীর বক্তব্যে সমাজে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন সদস্যরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সোনামুড়া নাগরিক সমাজের নেতৃত্বরা।