নাগপুর, ২০ মার্চ (হি.স.): ধীরে ধীরে শান্তি ফিরছে মহারাষ্ট্রের নাগপুরে। বৃহস্পতিবার নাগপুরের কপিল বন এবং নন্দনগড় থানা এলাকা থেকে কারফিউ তুলে নেওয়া হয়েছে। ৮০ জন প্রাপ্তবয়স্ক ও ১১ জন নাবালক পুলিশের হেফাজতে রয়েছে। হিংসার তৃতীয় দিনে বৃহস্পতিবারও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্র সিংগাল বলেন, “কপিল ভান এবং নন্দনগড় থানা এলাকা থেকে কারফিউ তুলে নেওয়া হয়েছে। ৮০ জন এবং ১১ জন নাবালক পুলিশ হেফাজতে রয়েছে। ২-৩টি জায়গায় তার (অভিযুক্ত ফাহিম খান) গতিবিধি দেখা গেছে; আরও তদন্ত চলছে।”