আগরতলা, ২০ মার্চ: নয় মাসের গর্ভবতী মহিলাকে বাড়িতে এসে মারধর। ঘটনা খোয়াই বিদ্যামোহন ঠাকুরপাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়ে রয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, পূর্ববর্তী বিবাদকে ঘিরে গতকাল রাত প্রায় এগারোটা নাগাদ বিশ্বজিৎ তাঁতী এবং তার ভাই গণেশ তাঁতী তারা দুইজন মিলে ওই এলাকারই ভাগ্য মন্ত্র তাঁতি’র বাড়িতে দা এবং কুড়াল দিয়ে হামলা চালায়। কিছু বুঝে উঠার আগেই ভাগ্য মন্ত্র তাঁতি এবং তার স্ত্রী সুমিত্রা কর্মকারকে প্রচন্ড ভাবে আঘাত করে বিশ্বজিৎ ও গণেশ এবং বাড়িঘরে ভাঙচুর চালায়।
ওই গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। রাতেই খবর পৌঁছে খোয়াই থানায়। পুলিশ এসে সুমিত্রা কর্মকারকে খোয়াই জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ভাগ্য মন্ত্র তাঁতী প্রশাসনের কাছে করজোড়ে আবেদন জানান যেন এই ঘটনার সাথে যুক্ত দুই ভাইয়ের উপযুক্ত সাজার ব্যবস্থা করা হয়। আক্রান্ত গর্ভবতী মহিলা বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।