উদয়পুর, ২০ মার্চ : বৃহস্পতিবার উদয়পুর রেল স্টেশনে একটি ব্যাগ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার বিবরনে জানা যায়, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাওয়ার সময় একটি ব্যাগ উদ্ধার হয়। সন্দেহজনকভাবে এই ব্যাগটিকে চেক করে রেলওয়ে পুলিশ। তল্লাশিতে ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। সঙ্গে সঙ্গে আরকে পুর থানায় খবর দিয়ে গাঁজাগুলি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।