নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ:
নাবালিকা গৃহবধূকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা চেষ্টায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করল নাবালিকা মেয়ের বাবা। ঘটনার প্রায় এক বছর অতিক্রান্ত হতে গেলেও এখনো অসুস্থ অবস্থায় বাপের বাড়িতে রয়েছে নাবালিকা গৃহবধূ, এমনই অভিযোগ। বাল্যবিবাহই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো ওই নাবালিকা মেয়েটির জীবনে।
জানা গেছে, গত আড়াই বছর আগে আগরতলা পূর্ব থানার অন্তর্গত প্রতাপগড় নিউ জুয়েল ক্লাব সংলগ্ন এলাকার এক নাবালিকা মেয়ে হুয়াই কল্যাণপুর থানার অন্তর্গত দাওছড়া এলাকার নন্দদুলাল দেবনাথ এর ছেলে বিকাশ দেবনাথের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে।
বিয়ের কিছুদিন ভালো কাটলেও তারপর থেকে ওই নাবালিকা গৃহবধুর উপর তার স্বামী বিকাশ দেবনাথ শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এর মধ্যে তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। সন্তান জন্মবার পর অর্থাৎ গত বছর ওই নাবালিকা গৃহবধুর সাথে তার স্বামী বিকাশ দেবনাথ ঝগড়া বিবাদ শুরু করে এবং ওই নাবালিকা গৃহবধূর শরীরে আগুন লাগিয়ে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ। তার স্বামী বিকাশ দেবনাথ তাকে হুমকি দেয় যে যদি পুলিশের কাছে তার স্বামীর কথা স্বীকার করে তাহলে তাদের ছোট্ট কন্যা সন্তানকে মেরে ফেলবে, এমনই অভিযোগ।
অভিযুক্ত বিকাশ দেবনাথ নিজের দোষ আড়াল করতে নাবালিকা গৃহবধূকে হাসপাতালে নিয়ে যায়। ওই যাত্রায় প্রাণে বেঁচে যায় গৃহবধূটি। খবর পেয়ে হাসপাতালে ছুটে আছে নাবালিকা গৃহবধূর মা বাবা। হাসপাতালে কিছুদিন চিকিৎসা করানোর পর অর্থের অভাবে আর চিকিৎসা করাতে না পেরে নাবালিকা গৃহবধূর মা-বাবা তাকে তার বাবার বাড়িতে নিয়ে আসে। কিন্তু অর্থের অভাবে এই নাবালিকা গৃহবধূটি তার বাবার বাড়িতে এখনো অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে । ঘটনার এক বছর অতিক্রান্ত হওয়ার পর নাবালিকা গৃহবধূটি সম্পূর্ণ ঘটনাটি তার মা-বাবাকে জানায়। অবশেষে রবিবার দুপুরে নাবালিকা মেয়েটির বাবা অভিযুক্ত বিকাশ দেবনাথ এর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনে আগরতলা থেকে অনলাইনের মাধ্যমে মামলা দায়ের করে এবং এই মামলার প্রতিলিপি জেলার পুলিশ সুপার সহ রাজ্য পুলিশের আইজিপি( আইন শৃঙ্খলা) এর কাছেও পাঠানো হয়।
রবিবার দুপুরে অগ্নিদগ্ধা নাবালিকা গৃহবধূ এবং তার বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরতে গিয়ে অভিযুক্ত বিকাশ দেবনাথ এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ মুখমন্ত্রীর কাছে নাবালিকা গৃহবধূটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছে।
————