নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): ট্রেন হাইজ্যাক নিয়ে ভারতকে কাঠগড়ায় তুলেছিল পাকিস্তান। সে দেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টার দাবি ছিল, এই হাইজ্যাকের পিছনে হাত রয়েছে ভারতের। সেই দাবির জবাব দিল ভারত।
বিদেশ মন্ত্রকের তরফে শুক্রবার সাফ জানানো হয়েছে, আমরা পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে খন্ডন করছি। গোটা দুনিয়া জানে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায়। পাকিস্তানের উচিত নিজের অভ্যন্তরীণ সমস্যা এবং ব্যর্থতার জন্য অন্যের দিকে আঙুল তোলা এবং দোষ চাপানোর পরিবর্তে নিজের দিকে তাকানো।