নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগে সিলমোহর দিল কেন্দ্রীয় আইনমন্ত্রক৷ অতি সম্প্রতি সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁকে ওই দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছিল৷ সেই সুপারিশে সই করেছেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু৷ ফলে নিয়ম অনুয়ায়ী, ২০৩১ সালে বিচারপতি জয়মাল্য বাগচীর দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার কথা৷
উল্লেখ্য, ২০১১ সালের ২৭ জুন তিনি কলকাতা হাইকোর্টে বিচারপতি পদে নিযুক্ত হয়েছিলেন৷ মাঝে ২০২১ সালের ৪ জানুয়ারি করোনার সময় ১০ মাসের জন্য অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হয়েছিল তাঁকে৷ ওই বছরেই নভেম্বর মাসে ফের বিচারপতি জয়মাল্য বাগচীকে কলকাতা হাইকোর্টে নিয়োগ করা হয়৷ বিচারপতি হিসাবে বিগত ১৩ বছরে তিনি অসংখ্য অভিজ্ঞতা সঞ্চয় করেছেন৷ সেই থেকে কলকাতা হাইকোর্টে বিচারপতি পদে বহাল রয়েছেন জয়মাল্য বাগচী৷
বর্তমানে সুপ্রিম কোর্টে একমাত্র বাঙালি বিচারপতি হিসেবে রয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এবার সেই তালিকায় যুক্ত হলেন জয়মাল্য বাগচী।