চার লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, ধৃত এক

আগরতলা, ৭ মার্চ : গোপন খবরের ভিত্তিতে নেশা সামগ্রী পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক এক যুবক। তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ২২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন এসডিপিও দেবপ্রসাদ রায়। তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

ঘটনার বিবরণে এসডিপিও দেবপ্রসাদ রায় বলেন, গোপন খবরের ভিত্তিতে নেশা সামগ্রী পাচার করতে গিয়ে লংকামুড়া এলাকা থেকে এক যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পশ্চিম থানার পুলিশ।যার বাজারমূল্য ৪ লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, ধৃত গোয়ালাবস্তির বাসিন্দা রানা শেখ। তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।