তিরুবনন্তপুরম, ৬ মার্চ (হি.স.): তিন ভাষা নীতি সারা দেশের জন্য ভালো, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা কিরেন রিজিজু। তিন ভাষা নীতির পক্ষে সওয়াল করে কিরেন রিজিজু বলেছেন, “কোনও বিভ্রান্ত রয়েছে অথবা কেউ ইচ্ছাকৃতভাবে রাজনীতি করার চেষ্টা করছে। তিন ভাষা নীতি সারা দেশের জন্য ভালো।”
বৃহস্পতিবার তিরুবনন্তপুরমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরেন রিজিজু বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রধানমন্ত্রী হলেও তাঁর মাতৃভাষা হিন্দি নয়, গুজরাটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মাতৃভাষা গুজরাটি, আমরা সবাই ভারতীয়, আসুন একসঙ্গে ভোট দেই। প্রধানমন্ত্রী মোদী ক্রমাগত বলেছেন, প্রতিটি অঞ্চল এবং প্রতিটি সম্প্রদায় সমান এবং সমান গুরুত্ব দেওয়া হবে। আসুন দেশকে ভাগ না করি।”
—————