প্রেমিকার মামলায় গ্রেফতার প্রেমিক

আগরতলা, ৫ মার্চ : বিয়ের প্রলোভন দিয়ে এক যুবতিকে একাধিকবার ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার প্রেমিক। আজ দুপুরে ধৃত জয়দেব দেবনাথকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, পূর্ব আগরতলা থানার অন্তর্গত আড়ালিয়া দত্তপাড়া এলাকার বি এম এসের রাজ্য নেতা জগদীশ দেবনাথ এবং বিজেপির মহিলা মোর্চার সক্রিয় নেত্রী ঊষা দেবনাথ এর ছেলে জয়দীপ দেবনাথ এয়ারপোর্ট থানার অন্তর্গত লঙ্কামুড়া এলাকার এক যুবতী মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। জয়দীপ দেবনাথ ওই যুবতী মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ওই যুবতী মেয়েটি যখন জয়দীপ দেবনাথকে বিয়ের প্রস্তাব দেয় তখন জয়দীপ দেবনাথ সহ তার নেতা-নেত্রী বাবা-মা অস্বীকার করে। যুবতী মেয়েটি অনেকবার জয়দীপ দেবনাথকে বিয়ে করার অনুরোধ জানালেও যদি দেবনাথ মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে। অবশেষে বাধ্য হয়ে যুবতী মেয়েটি গত দুদিন আগে পশ্চিম আগরতলা মহিলা থানায় জয়দীপ দেবনাথের বিরুদ্ধে লিখিত আকারে ধর্ষণের মামলা দায়ের করে।

পরবর্তী সময়ে পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ ওই যুবতী মেয়েটির অভিযোগ জিরো এফ আই আর এর মাধ্যমে আমতলী থানায় স্থানান্তর করে। আমতলী থানার পুলিশ এই ব্যাপারে ৬৯,৩৫১(২) বি এন এস ধারায় মামলা নথিভুক্ত করে যার নম্বর ২৩/২০২৫। আমতলী থানার মহিলা সাব-ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ মামলার তদন্তকারী অফিসারের দায়িত্ব পেয়ে অভিযুক্ত জয়দীপ দেবনাথকে গ্রেপ্তারের চেষ্টা শুরু করে। অবশেষে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মামলার তদন্তকারী অফিসার সুস্মিতা দেবনাথ কলেজটি ফাড়ি থানার সহযোগিতা নিয়ে অভিযুক্ত আর জয়দীপ দেবনাথ কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বুধবার দুপুরে ধৃত জয়দেব দেবনাথকে আদালতে প্রেরণ করে। তবে বুধবার সকাল থেকেই অভিযুক্ত জয়দীপ দেবনাথ এর নেতা বাবা এবং মাকে আমতলী থানার আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। অপরাধীর সাথে আইন কখনো আপোষ করে না তাই নেতা-নেত্রীর ছেলেকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করে সাহসিকতার পরিচয় দিল আমতলী থানার পুলিশ। তবে গোটা আড়ালিয়া এলাকা জুড়ে অভিযুক্ত জয়দীপ দেবনাথের কঠোর শাস্তির দাবি উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *