আগরতলা, ৪ মার্চ: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে চাকরি কেলেঙ্কারির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। অভিযুক্তের নাম সুকান্ত চৌধুরী। সুনির্দিষ্ট অভিযোগের বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আজ আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে নিয়োগ প্রক্রিয়া চলছে। অভিযোগ সুকান্ত চৌধুরী চাকুরীপ্রার্থীদের থেকে চাকুরী দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আরো বিস্তারিত তথ্য বের করা হবে বলে জানিয়েছেন আমতলী থানার ওসি হিমাদ্রী সরকার।