চামোলি, ৪ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা গ্রামে তুষারধসের ঘটনায় হবে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত। মঙ্গলবার এমনটাই নির্দেশ দিয়েছেন চামোলির জেলাশাসক সন্দীপ তিওয়ারি। তদন্তকারী অফিসার হিসেবে জোশিমঠের এসডিএম-কে নিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটে মানা গ্রামে।
এই তুষারধসের ঘটনায় বরফের নীচে চাপা পড়ে যান বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা। টানা ৩-দিন ধরে চলে উদ্ধারকাজ। এই তুষারধসের ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জন বিআরও কর্মী। মঙ্গলবার চামোলির জেলাশাসক সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, তুষারধসের ঘটনায় হবে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত।