বিজেপির ৯ মার্চের জনসভাকে কেন্দ্র করে দলীয় বৈঠক অনুষ্ঠিত, উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় নেতৃত্বও

আগরতলা, ৪ মার্চ: আগামী ৯ই মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে দ্বিতীয় ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে সুবিশাল জনসভা ও র‍্যালির জন্য প্রস্তুতি তুঙ্গে বিজেপির। একের পর দলীয় বৈঠকের মাধ্যমে ওই দিনটিকে স্মরণীয় বানানোর সমস্ত প্রস্তুতি করা হচ্ছে। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে আগামী ৯ মার্চের অনুষ্ঠানকে কেন্দ্র করে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ত্রিপুরা ও আসাম প্রদেশের সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজুজি এবং রাজ্যের প্রভারী ড: রাজদ্বীপ রায়ের উপস্থিতিতে প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য্যের পৌরহিত্যে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও মন্ত্রী রতন লাল নাথ সহ সকল জেলা ও মন্ডল নেতৃত্বদের উপস্থিতিতে বৈঠকটি সম্পন্ন হয়েছে।

আগামী ৯ মার্চ রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক সুবিশাল র‍্যালী ও জনসভার আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় নেতৃত্বগণও। রাজ্যের বিভিন্ন মহকুমায় আলাদাভাবে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে জনসভাটিকে সফল করা জন্য। রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে দলীয় নেতৃত্বরা এদিনের জনসভায় অংশ গ্রহন করবেন। দ্বিতীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষ্যে এই অনুষ্ঠানে তুলে ধরা হবে বিজেপির উন্নয়নমূলক কাজের খতিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *