নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২ মার্চ:
ত্রিপুরা গ্যাস কোম্পানি লিমিটেডের খোয়াইস্থিত সিএনজি স্টেশন থেকে গ্যাস প্রদান বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত যানচালক । জানা গেছে মেশিন বিকল থাকার কারণেই এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
খোয়াই কমলপুর কৈলাসহর ধর্মনগরের একমাত্র ভরসা ত্রিপুরা গ্যাস কোম্পানি লিমিটেডের খোয়াই এর সিএনজি স্টেশন। এই সিএনজি স্টেশনের মাধ্যমে সিএনজি চালিত গাড়ি গুলি সিএনজি নিয়ে থাকেন। এর মধ্যে গত ২৮ তারিখ থেকে মেশিন বিকল হওয়াতে গ্যাস প্রদান করছে না খোয়াই সিএনজি স্টেশন। ফলে একদিকে যেমন যান চালকরা দুর্ভোগে পড়েছেন তেমনি সিএনজি পরিচালিত গাড়িগুলো রাস্তায় চলাচল কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সেন্ট্রাল বোর্ড এবং ত্রিপুরা বোর্ডের পরীক্ষার্থীরা।
এই বিষয়টি নিয়ে খোয়াই সিএনজি স্টেশনের ইনচার্জ সঞ্জয় কুমার দাস কে স্টেশনে না পেয়ে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান খুব দ্রুত মেশিনের মেরামত করে পুনরায় সিএনজি প্রদান করা হবে। তবে সিএনজি চালিত গাড়ির চালকরা জানায় খোয়াই স্টেশনের মেশিন সবসময়ই সমস্যা থাকে । তাই বৃহৎ অংশের কথা চিন্তা করে দ্রুত সমস্যা সমাধানের আবেদন জানানো হয় ।।