শক্তি মাতা সংঘের উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ:
শক্তি মাতা সংঘের উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় রবিবার। প্রত্যেক বছরের মত এই বছরও বাইদ্যাদীঘি শক্তি মাতা সংঘের উদ্যোগে শিব চতুর্দশী ব্রত পালন করা হয়। শিব চতুর্দশীর দিন এলাকার সমস্ত ধর্মপ্রাণ মানুষেরা মহাদেবের পূজা করতে শক্তি মাতা সংঘে মিলিত হয়েছিলেন। এলাকার গরিব দুঃস্থ মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে শিব চতুর্দশী উপলক্ষ্যে শক্তিমাতা সংঘে রবিবার মেঘা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।

এই মেঘা স্বাস্থ্য শিবিরে ত্রিপুরা রাজ্যের বেসরকারি হাসপাতালের দক্ষ চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা প্রদান করেন সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধ এবং বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। শক্তি মাতা সংঘের সভাপতি প্রসেনজিৎ দেবনাথ সংবাদমাধ্যমকে আরো জানান তারা পূজার্চণার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে সারা বছরই ব্রতী থাকেন রক্তদান শিবির থেকে শুরু করে বন্যায় কবলিত দুস্থ মানুষদের সাহায্য করা তাদের নিত্যনৈমিত্তিক কাজের মধ্যে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *