শ্রীনগর, ১ মার্চ (হি.স.): তুষারপাত ও বৃষ্টির দাপট কিছুটা কমেছে জম্মু ও কাশ্মীরে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি ও তুষারপাত আরও কমে যেতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা, কোথাও কোথাও হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে। মূলত জম্মু ও কাশ্মীরে উঁচু পাহাড়ে হালকা তুষারপাত ও সমতলে বৃষ্টি প্রত্যাশিত।
শুক্রবার রাতেই ফের তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। তুষারপাতের পর অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছে পাহাড়। আবার ৩ মার্চ জম্মু ও কাশ্মীরের নানা অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাত হতে পারে। এরপর ৪-৮ মার্চ ভূস্বর্গের আবহাওয়া হয়ে উঠবে শুষ্ক। ওই সময়ে বৃষ্টি ও তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। উল্লেখ্য, বিগত ২৪ ঘণ্টায় কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাতের পর ঠান্ডাও কিছুটা বেড়েছে।