আগরতলা, ২৮ ফেব্রুয়ারী : আগরতলা পুর নিগমের উচ্ছেদ অভিযান অন্যায় এবং অমানবিক। আগামীদিনে অমানবিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামতে হবে। আজ লেইক চৌমুহনী বাজার পরিদর্শনে গিয়ে এমনটাই বললেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
এদিন তিনি বলেন, নির্বাচন আসলে বিজেপি সরকার দাবি করে সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু হাস্যকর ব্যাপার তার উল্টো বিনাশ করেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। আসলে ডাবল ইঞ্জিনের সরকারের পুর নিগম গরিবদের পেটে লাথি মারলেন। তাদের দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে। এর বিরুদ্ধে আগামী বিধানসভা অধিবেশনে বিরোধীদের তরফ থেকে জোরালো দাবি জানানো হবে।
তাঁর কথায়, রাজ্যের বিরোধীরা উন্নয়নের বিপক্ষে নয়। বাজারকে আধুনিকতার ছোঁয়া দিতে সরকারকে পদক্ষেপ নিতে হবেই। কিন্তু কেনো গরীবের পেটে লাথি দেওয়া উচিত নয়। বিকল্প ব্যবস্থা না করে দিনমজুরের দোকানপাঠ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া ঠিক হয়নি।