পুরী, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): জাতীয় স্বাস্থ্য মিশনের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার নাড্ডা বলেছেন, ‘জাতীয় স্বাস্থ্য মিশন’ খুব ভালো কাজ করেছে। আমি বলতে পারি, আমাদের অগ্রগতি খুবই চিত্তাকর্ষক। নাড্ডা এদিন পুরীতে পাবলিক হেলথ কেয়ার সিস্টেমে ভাল ও প্রতিলিপিযোগ্য অনুশীলন এবং উদ্ভাবনের উপর নবমতম জাতীয় শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন। পরে তিনি বলেছেন, “এইমাত্র মাতৃমৃত্যুর অনুপাত (এমএমআর) নিয়ে আলোচনা হয়েছে, এখন ওড়িশা এই দিকে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আমি সবসময় বলি ইতিবাচক দিকটি দেখুন।” এদিনের অনুষ্ঠানে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও উপস্থিত ছিলেন।
2025-02-28