আগরতলা, ২৮ ফেব্রুয়ারি: জনগণের প্রয়োজনে উন্নয়নের কাজ নিয়ে রাজনীতি না করাই ভালো। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে লেইক চৌমুহনী বাজারের উচ্ছেদ অভিযানকে নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন তিনি বলেন, বিগত দিনেও রাজ্যের উন্নয়নের জন্য সরকারের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হত। কিন্তু বিজেপি সরকারের আমলে রাজ্যের বিরোধীরা উন্নয়ন বিরোধী। তাঁরা উন্নয়ন সহ্য করতে পারেন না।
এদিন তিনি বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, সাধারণ মানুষের প্রয়োজনে উন্নয়নের কাজ নিয়ে রাজনীতি না করাই ভালো।