পুণে, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): নারী নির্যাতনের ফের এক নক্ক্যারজনক ঘটনা সামনে এল। এবার মহারাষ্ট্রের পুণে-তে ধর্ষণের শিকার হলেন এক তরুণী। পুণে-তে বাসের মধ্যে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি হয়নি। যদিও, পুলিশ আশ্বাস দিয়েছে, অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হবে।
পুণে ডিসিপি জোন ২ স্মার্তনা পাটিল বৃহস্পতিবার বলেছেন, মোট ১৩টি টিম অভিযুক্তকে ধরতে কাজ করছে। তদন্ত চলছে। বাসস্ট্যান্ড, রেলস্টেশন এবং আশেপাশের অন্যান্য স্থানেও টিম পাঠানো হয়েছে। আমরা অভিযুক্তের পরিবার ও অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছি। অভিযুক্তের ভাইকে গতকাল ও আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে; আমরা তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করব। অভিযুক্তকে ধরার জন্য ১ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে। যেহেতু অভিযুক্তের মুখে মাস্ক ছিল, তাই সিসিটিভির মাধ্যমে তার মুখ চেনা সহজ ছিল না। আমরা শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করব।”
উল্লেখ্য, পুণে সিটি পুলিশ পলাতক অভিযুক্ত দত্তাত্রয় রামদাস গাডের সন্ধানে মোট ১৩টি টিমকে দায়িত্ব দিয়েছে। ক্রাইম ব্রাঞ্চ ইউনিটের ৮টি টিম এবং সোয়ারগেট থানার ৫টি টিম অভিযুক্তকে খুঁজছে। জেলার বাইরেও দল পাঠানো হয়েছে। পুণের ব্যস্ত এলাকা, সোয়ারগেট বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে সেখানে বাসের মধ্যে ২৬ বছর বয়সি এক তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ভোর ৫টা বেজে ৪৫ মিনিট থেকে ৬টা থেকে ৩০ মিনিটের মধ্যে অপরাধ ঘটানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।