৫.০ প্রাবল্যের ভূমিকম্প অসমে, হতাহত বা ক্ষয়ক্ষতি নেই

গুয়াহাটি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : ভূমিকম্পে কেঁপে উঠেছে অসম সহ পার্শ্ববর্তী অঞ্চল। রিখটার স্ক্যালে ভূকম্পনের তীব্রতা ছিল ৫.০। এতে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস)-র প্ৰকাশিত তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাত ০২টা ২৫ মিনিট ৪০ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্পের তীব্রতা রিখটার স্ক্যালে ৫.০ ধরা পড়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল মরিগাঁও (অসম) জেলার ভূপৃষ্ঠের ১৬ কিমি গভীরে ২৬.২৮° উত্তর অক্ষাংশ এবং ৯২.২৪° পূর্বে।

এখানে উল্লেখ করা যেতে পারে, চলতি ২০২৫ সালের দ্বিতীয় দিন থেকে আজ পর্যন্ত নয় (৯) বার অসম সহ উত্তরপূর্বীয় রাজ্যগুলি কেঁপেছে ভূমিকম্পে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *