জম্মু ও কাশ্মীরে ফের তুষারপাতের পূর্বাভাস, সমতলে বৃষ্টির সম্ভাবনা

শ্রীনগর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর। জম্মু ও কাশ্মীরে উঁচু পাহাড়ে তুষারপাত ও পাহাড়ে হতে পারে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জম্মু ও কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

জম্মু ও কাশ্মীরের উঁচু পাহাড়ি এলাকাতেই তুষারপাতের সম্ভাবনা বেশি। এছাড়াও দক্ষিণ কাশ্মীর ও চেনাব উপত্যকার কিছু উঁচু পাহাড়ি অঞ্চলে ভারী থেকে অতি ভারী তুষারপাত হতে পারে, বিশেষ করে ২৭ ও 28 ফেব্রুয়ারিতে। কৃষকদের এই সময়ের মধ্যে কৃষিকাজ স্থগিত রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে ভূমিধস ও পাথর গড়িয়ে আসার মতো ঘটনাও ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *