লাতেহার, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রাজ্যসভার সাংসদ মহুয়া মাজি। ঝাড়খণ্ডের লাতেহারের কাছে মহুয়ার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। মহুয়াকে রাঁচির অর্কিড মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে মহুয়া মাজির ছেলে সোমবিত মাজি বলেছেন “আমরা প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে ফিরছিলাম, সেই সময় দুর্ঘটনা ঘটে। আমার মা (মহুয়া মাজি) এবং স্ত্রী পিছনের আসনে ছিলেন। আমি গাড়ি চালাচ্ছিলাম ভোররাত তখন ৩.৪৫ মিনিট হবে, আমি ঘুমিয়ে পড়েছিলাম এবং গাড়িটি কোথাও ধাক্কা মারে। গাড়ির ভিতরে ধোঁয়া ছিল এবং আমরা বাইরে আসার চেষ্টা করি। আমি আমার মাকে গাড়ি থেকে বের করে আনি, তাঁর কব্জি ভেঙে গেছে এবং তাঁর হাত থেকে রক্তক্ষরণ হয়েছে। তিনি আমাদের বলেছেন, তাঁর বুকে এবং হাতে প্রচুর ব্যথা লেগেছে। আমরা তাকে লাতেহারের একটি হাসপাতালে ভর্তি করি। এরপরে, আমরা তাঁকে রাঁচিতে নিয়ে যাই। চিকিৎসকরা বলছেন, তাঁর বাম হাত ভেঙে গেছে এবং তার পাঁজর হালকাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর হাতে অস্ত্রোপচার করতে হবে।”