নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): দেশজুড়ে যথোচিত ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে মহাশিবরাত্রি। বুধবার সকাল থেকেই বিভিন্ন শৈবতীর্থে ভক্তদের ঢল নামে। চলে পূজার্চনা। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে চলে বিশেষ পূজার্চনা। হরিদ্বারের হর কি পৌরিতে গঙ্গায় পুণ্যস্নান করেন ভক্তরা। বিপুল সংখ্যক ভক্তরা মুম্বইয়ের শ্রী বাবুলনাথ মন্দিরে পৌঁছে মহা শিবরাত্রির উপাসনা করেন।
নাসিকের শ্রী ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরেও মহা শিবরাত্রি উপলক্ষ্যে চলে বিশেষ পূজার্চনা। কলকাতার শিব মন্দির শ্রী আদি ভূতনাথ মন্দিরেও ভক্তদের ঢল নামে। মহা শিবরাত্রি উপলক্ষ্যে এদিন বিপুল সংখ্যক ভক্তরা শ্রী বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরে পৌঁছেছেন। নেপালের কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরেও বিশেষ পূজার্চনা করা হয়েছে এদিন।