নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): লুধিয়ানা পশ্চিম বিধানসভা আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করল আম আদমি পার্টি (এএপি)। এই বিধানসভা আসনের উপনির্বাচনে এএপি-র পক্ষ থেকে বুধবার রাজ্যসভার সাংসদ সঞ্জীব অরোরার নাম ঘোষণা করা হয়েছে। এক্স মাধ্যমে এই ঘোষণা করেছেন এএপি-র জাতীয় সাধারণ সম্পাদক সন্দীপ পাঠক।
যদিও, লুধিয়ানা পশ্চিম বিধানসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে দিল অরবিন্দ কেজরিওয়ালের দল। উল্লেখ্য, সঞ্জীব অরোরা ২০২২ সাল থেকে রাজ্যসভার সাংসদ। গত ১০ জানুয়ারি প্রয়াত হন লুধিয়ানা পশ্চিম আসনের এএপি বিধায়ক গুরপ্রীত বস্সি গোগি। তাঁর প্রয়াণের পর থেকেই এই আসনটি খালি রয়েছে।

