সারা রাজ্যের সাথে উনকোটি জেলার কৈলাসহরেও বিভিন্ন বিদ্যালয় স্বাভাবিকভাবে চলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৫ ফেব্রুয়ারি:
ঊনকোটি জেলার কৈলাসহরের ছয়টি স্কুলে মাধ্যমিক ও তিনটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। গতকাল থেকে উচ্চমাধ্যমিক যে তিনটি স্কুলে পরীক্ষা হচ্ছে সেগুলি হল যথাক্রমে আরকেআই হাই সেকেন্ডারি স্কুল, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু নিকেতন হাই সেকেন্ডারি স্কুল।আজ থেকে যে ছয়টি স্কুলে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সে গুলি হল যথাক্রমে জারুলতলী হাই সেকেন্ডারি স্কুল, আরকেআই হাই সেকেন্ডারি স্কুল, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান, শিশু নিকেতন হাই সেকেন্ডারি স্কুল, কাচেরঘাট রামচরণ সরকারি হাই সেকেন্ডারি স্কুল, কৈলাসহর গার্লস হাই সেকেন্ডারি স্কুল।

এছাড়া মাদ্রাসা এর ছাত্র-ছাত্রীরা ও স্কুলগুলির মধ্যে পরীক্ষা দিচ্ছে। এবারের কৈলাশহরে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর মোট সংখ্যা ৬০১ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৩২৪ জন ও ছাত্রীর সংখ্যা ২৭৭ জন এবং মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯১৭ জন এরমধ্যে ছাত্রের সংখ্যা ৪৫১ জন ও ছাত্রীর সংখ্যা ৪৬৬ জন।
পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে সাথে প্রতিটি স্কুলে পুলিশ প্রশাসন সাহায্য করছে বলে জানিয়েছেন সমস্ত স্কুলের পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথা আর কে আই স্কুলের প্রধান শিক্ষক নীতিশ বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *