নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি:
জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। এমনকি মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন পরিচালিত এই সরকার বেকারদের চাকুরী প্রদান ও কর্মসংস্থান তৈরি করার পাশাপাশি রাজ্যের পিছিয়ে পড়া মানুষকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন বিজেপি দলের প্রবক্তা সুব্রত চক্রবর্তী।
মঙ্গলবার আগরতলাস্থিত প্রদেশ কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সাংবাদিক সম্মেলনে দলের প্রদেশ প্রবক্তা ছাড়াও মিডিয়া ইনচার্জ সুনিত সরকার, রাজ্য জনজাতি নেতা বিপিন দেববর্মা উপস্থিত ছিলেন। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুখী দিকগুলো তুলে ধরার পাশাপাশি বিরোধীদের তীব্র সমালোচনা করেন বিজেপি দলের প্রদেশ প্রবক্তা সুব্রত চক্রবর্তী।
তিনি বলেন, জনগণের দায়বদ্ধতা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। একদিকে বেকারদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদিকে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এবং দুদিন আগে মন্ত্রিসভার ক্যাবিনেটে রাজ্যের বিভিন্ন দপ্তরে ৩১৫ টি পদে নিয়োগ করার সিদ্ধান্তের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের ধন্যবাদ জানানো হয়।
সেই সাথে তিনি উল্লেখ করেন বিজেপি পরিচালিত সরকার এখনো পর্যন্ত রাজ্যের ২২০০০ বেকারদের চাকুরী দিয়েছে। ইতিমধ্যে ৪০০০ পদে নিয়োগের জন্য প্রক্রিয়া প্রায় শেষের পথে। এবং নতুন নিয়োগের জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আরো ৩০০০ শূন্য পদ তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে। আর বেকারদের কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে রাজ্যের পিছিয়ে পড়া মানুষকে উন্নয়নের দিকে যখন নিয়ে যাচ্ছে, সেই সময় বিরোধীরা সমালোচনা করছেন বলে উল্লেখ করেন সুব্রত বাবু। তাই এদিনের সাংবাদিক সম্মেলন থেকে সিপিএম ও কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন তিনি।