প্রয়াগরাজ, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২৬ ফেব্রুয়ারি, মহা শিবরাত্রিতে প্রয়াগরাজের মহাকুম্ভে শেষ শাহী স্নান। মহাকুম্ভ মেলা শেষ হতে চলল। ইতিমধ্যেই ৬২-কোটির বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন। এখনও লক্ষ লক্ষ ভক্ত আসছেন প্রয়াগরাজে, আস্থার ডুব দিতে। সোমবারও ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন লক্ষ লক্ষ ভক্ত।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভমেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, কুম্ভমেলা এখন শেষ লগ্নে। দেশ ও বিদেশ থেকে এখনও বিপুল সংখ্যক মানুষ প্রয়াগরাজে আসছেন, সঙ্গমে আস্থার ডুব দেওয়ার জন্য। মহাকুম্ভে এই নিয়ে ৩টি অমৃতস্নান সম্পন্ন হয়েছে। পরবর্তী পুণ্যস্নান হবে আগামী ২৬ ফেব্রুয়ারি (মহা শিবরাত্রি)। সেই দিনই মহাকুম্ভ মেলার সমাপ্তি।