সম্বলপুর, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): ওড়িশার সম্বলপুরে স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সোমবার সকালে ঝাড়ু হাতে সাফাই অভিযানে নেমে পড়েন ধর্মেন্দ্র প্রধান। রাস্তায় ঝাড়ু দেন তিনি, নোংরা নিজের হাতে তুলে ডাস্টবিনে ফেলেন। পরিচ্ছন্নতায় ওপর বিশেষ জোর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে স্বচ্ছতা অভিযানকে গণ আন্দোলন হিসেবে নেওয়ার আহ্বান জানিয়েছেন। গত ১০ বছরে সেই কর্মসূচি দেশে সফল গণআন্দোলনে রূপ নিয়েছে। আমরা সবাই স্বচ্ছতা অভিযানের অধীনে সম্বলপুর পরিষ্কার করতে শুরু করেছি। এটি প্রতিদিন করা উচিত, আমাদের সম্বলপুর অবশ্যই পরিষ্কার হতে হবে, এটি আমাদের অঙ্গীকার।”