নগরকুরনুলে সুড়ঙ্গের ভিতরে এখনও আটকে ৮ শ্রমিক, চলছে উদ্ধারকাজ

নগরকুরনুল, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): তেলেঙ্গানার নগরকুরনুলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শ্রীশৈলম লেফট ব্যাঙ্ক ক্যানাল (এসএলবিসি) সুড়ঙ্গের বিস্তীর্ণ অংশ। ওই ভেঙে পড়া অংশে অন্তত ৮ জন শ্রমিক এখনও আটকে রয়েছেন। উদ্ধারকারী দলগুলি ভিতরে যেতে পারছে না, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য সমস্ত ধরনের চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, শনিবার ডোমালপেন্টার কাছে এসএলবিসি সুড়ঙ্গের একটি অংশ ভেঙে পড়ে।

এসএলবিসি সুড়ঙ্গের উদ্ধার অভিযান একটি কঠিন কাজ হয়ে উঠছে, কারণ টানেলটি এই মুহূর্তে জলে ভরা। উদ্ধারকাজ শুরু করার জন্য প্রথমে জল বের করতে হবে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। এনডিআরএফ-এর ডেপুটি কমান্ডার সুখেন্দু বলেছেন, “শনিবার রাত ১০টা নাগাদ আমরা পরিস্থিতি বিশ্লেষণ করতে সুড়ঙ্গের ভেতরে যাই। টানেলের ভিতরে ১৩ কিলোমিটার দূরত্বের মধ্যে, আমরা এই লোকোমোটিভে ১১ কিমি এবং বাকি ২ কিমি, আমরা কনভেয়র বেল্টে কভার করেছি। ধ্বংসাবশেষে ভরা একটি ২০০-মিটার প্যাচ রয়েছে। এই ধ্বংসাবশেষ পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা আটকে পড়া শ্রমিকদের সঠিক অবস্থান খুঁজে বের করে তাদের উদ্ধার করতে পারব না। টানেলের ১১-১৩ কিলোমিটারের মধ্যে জল রয়েছে এবং যতক্ষণ না জল সরানো হচ্ছে, ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ শুরু হবে না। গতকাল সন্ধ্যা ৭টার দিকে আমাদের প্রথম দল এখানে পৌঁছেছে। আটক শ্রমিকদের সঠিক অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *