নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি : ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মাল্টিটাস্কিং স্টাফ (গ্রুপ-ডি) পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের পোস্টিং দেওয়া হয়েছে। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা (জেআরবিটি)-র মাধ্যমে নির্বাচিত এবং নিয়োগের অফারপ্রাপ্তদের মধ্যে যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ যথাযথ ভাবে পূরণ করা অফার ডকুমেন্ট জমা দিয়েছেন, সেই প্রার্থীদের আজ আনুষ্ঠানিকভাবে পোস্টিং অর্ডার প্রদান করা হয়েছে।
বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টরেট ও সেকেন্ডারি এডুকেশন ডাইরেক্টরেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের নিযুক্তি সংক্রান্ত আদেশ সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
এ প্রসঙ্গে উল্লেখ্য, এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টরেটের অধীনে ১২২ জন এবং সেকেন্ডারি এডুকেশন ডাইরেক্টরেটের অধীনে ৪৫০ জন প্রার্থীকে আজ পোস্টিং দেওয়া হয়েছে। এই নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের আগামী ২৫ ফেব্রুয়ারি স্ব-স্ব জেলার জেলা শিক্ষা আধিকারিকের (ডি ই ও) কার্যালয়ে উপস্থিত হয়ে ও জয়েনিং রিপোর্ট জমা দিয়ে তাদের দায়িত্ব গ্রহণ করতে হবে।
এই নিয়োগ প্রক্রিয়া শিক্ষা আধিকারিকদের কার্যালয় এবং বিদ্যালয়গুলির পরিচালন কাঠামোকে আরও মজবুত করবে। এর ফলে শিক্ষাক্ষেত্রে প্রশাসনিক কাজকর্ম আরও দক্ষতার সঙ্গে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।
————