নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি:
গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেলো শ্রীনগর থানার পুলিশ। শনিবার গভীর রাতে শ্রীনগর থানার পুলিশ গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে জারুলবাছাই এলাকায় গাঁজা বিরোধী অভিযান চালায়। এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন এসডিপিও শংকর চন্দ্র দাস এবং শ্রীনগর থানার ওসি ইন্সপেক্টর দিলীপ দেববর্মা।
পুলিশ এদিন জারুলবাছাই এলাকায় অভিযান চালিয়ে ৮ প্যাকেটে মোট ১৩ কেজি গাঁজা উদ্ধার করে। তার পাশাপাশি গাঁজা ব্যবসায়ী কিশোর দেববর্মাকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। শনিবার রাতেই ধৃত গাঁজা ব্যবসায়ী কিশোর দেববর্মার বিরুদ্ধে শ্রীনগর থানার পুলিশ এনডিপিএস মামলা নথিভুক্ত করে জিজ্ঞাসাবাদ চালিয়েছে। রবিবার ধৃত গাঁজা ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়।