রামঠাকুর সেবা মন্দিরের অফিস কার্যালয়ের নতুন ভবনের শুভ দারোৎঘাটন করলেন বিধায়িকা কল্যানী রায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ ফেব্রুয়ারি:
তেলিয়ামুড়াস্থিত রামঠাকুর সেবা মন্দিরের অফিস কার্যালয়ের নতুন ভবনের শুভ দারোৎঘাটন হল রবিবার।ত্রিপুরা বিধানসভার মূখ্যসচেতক তথা বিধায়িকা কল্যাণী সাহা রায়ের হাত ধরে উদ্বোধন হয় নতুন ভবনের। তেলিয়ামুড়াস্থিত রামঠাকুর সেবা মন্দিরের পুরানো এই সেবা মন্দিরের অফিসগৃহটি দীর্ঘ বছর একটি অস্থায়ী গৃহ থেকে পরিচালিত হয়ে আসছিল। আশ্রম কর্তৃপক্ষ বিধায়িকার নিকট আর্জি করার সাথে সাথেই উনি উনার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে অর্থ প্রদান করার ব্যবস্থা করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যেই সুবিধাযুক্ত একটি নতুন অফিসগৃহ গড়ে তুলতে সক্ষম হয়। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর দ্বারোদঘাটন করা হয়।

এই অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, রাজ্য রামঠাকুরের ভক্তদের নিয়ে গঠিত কমিটির রাজ্য সম্পাদক, তেলিয়ামুড়া আশ্রমের সম্পাদক সভাপতি সহ অন্যান্যরা। এখন থেকে এই নতুন কার্যালয়ের মাধ্যমেই আশ্রমের সমস্ত কাজ পরিচালনা করা হবে। বিধায়িকা উনার আলোচনায় বলেন, উনি উনার বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ সমাজের সকল অংশের মানুষের উন্নয়নের জন্যই খরচ করার ব্যবস্থা করে আসছেন। তেলিয়ামুড়া বিধানসভা এলাকার সার্বিক উন্নয়ন কল্পে এই অর্থ, যা সকল ধর্মের প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয়জল সমস্ত ক্ষেত্রেই উনার সহযোগিতা করার প্রচেষ্টা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *