হাওড়া, ২৩ ফেব্রুয়ারি (হি. স.): সাইবার প্রতারণায় খোয়া যাওয়া টাকা উদ্ধার করলো হাওড়া সিটি পুলিশ। রবিবার হাওড়া সিটি পুলিশের সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে এই বিষয়ে।
তাদের তরফে জানানো হয়েছে, সাইবার প্রতারণায় ডিজিটাল গ্রেফতারির শিকার হওয়া হাওড়া থানা এলাকার রমেশবাবুর কাছ থেকে আত্মসাৎ হওয়া ১১ লক্ষ ৩৭ হাজার ৬৬৯ টাকার মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে ৭ লক্ষ ৩০ হাজার টাকা। অন্যদিকে সাঁকরাইল থানার মানিকপুর এলাকার জনৈক এক ব্যক্তি রিমোট ডেস্কটপ এপ্লিকেশন ডাউনলোড করলে ৭৮ লক্ষ ৮৬৯ টাকা খোয়া যায়। তার মধ্যে উদ্ধার করা সম্ভব হয় ৬৯ লক্ষ ৮৮১ টাকা।