উত্তর জেলায় ভয়াবহ ডাকাতির ঘটনা

চুরাইবাড়ী, ২৩ ফেব্রুয়ারি: উত্তর জেলার চুরাইবাড়ী থানার গোবিন্দপুর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে গভীর রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। একদল সশস্ত্র দুষ্কৃতকারী বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, মালিক ও তার ছেলেকে বন্দুকের মুখে জিম্মি করে সোনা-রূপা ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

ঘটনাটি ঘটে গতকাল ভোররাতে আনুমানিক ৩টার দিকে। জানা গেছে, গোবিন্দপুর এলাকার বাসিন্দা সাধন দেবের বাড়িতে একদল অস্ত্রধারী ডাকাত হানা দেয়। দুষ্কৃতীরা দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে এবং সাধন দেব ও তার ছেলে সাগরের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের চুপ থাকার হুমকি দেয়। চিৎকার করলে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে তাদের শারীরিক নির্যাতনও চালানো হয়।

সাধন দেব জানিয়েছেন, ডাকাতরা সেনাবাহিনীর পোশাক পরিধান করে ছিল এবং তাদের মুখ ছিল কালো কাপড় দিয়ে ঢাকা। তাদের হাতে ছিল বন্দুক ও ভুজালি। ডাকাতরা দ্রুত সোনা-রূপা ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে চুরাইবাড়ী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক বি. জোরিনপুইয়া, সহকারী পুলিশ সুপার জেরিমিয়া ডারলং এবং পুলিশ সুপার আভিনাস রাই। বিশাল পুলিশ বাহিনী ও ত্রিপুরা স্টেট রাইফেলস (TSR) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে, যাতে প্রমাণ সংগ্রহ করে তদন্তের গতি ত্বরান্বিত করা যায়।

এই ভয়াবহ ডাকাতির ঘটনায় গোটা এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। পুলিশ ইতোমধ্যে দুষ্কৃতীদের শনাক্তকরণ ও গ্রেপ্তারের জন্য ব্যাপক তল্লাশি শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *