বেগুসরাই, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): বিহারের উন্নয়নের সমস্ত কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাঁর কথায়, বিহারে এখন যে উন্নয়ন দেখা যাচ্ছে তা শুধুমাত্র মোদীজির জন্য। রবিবার বিহারের বেগুসরাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, এখানে (বিহার) ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ ফেব্রুয়ারি ভাগলপুরে আসছেন। বিহারে এখন যা কিছু উন্নয়ন দৃশ্যমান হচ্ছে, তা সবই প্রধানমন্ত্রী মোদীর জন্য। ভবিষ্যতেও ডাবল ইঞ্জিনের সরকার হবে। বিহারের উন্নয়ন হবে।”
2025-02-23