আগরতলা, ২২ ফেব্রুয়ারি: ঊনকোটি জেলার ফটিকরায়ে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার ফটিকরায় স্কুল মাঠে সাংবাদিক সম্মেলন করে একথা জানান এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস।
এদিন তিনি বলেন, ঊনকোটি জেলার ফটিকরায়ে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ফটিকরায় ডে-নাইট ক্রিকেট প্রিমিয়ার লিগ। আগামী দুই মার্চ থেকে ফটিকরায় দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠে বসছে দ্বিবা-রাত্র এই ক্রিকেটের আসর। খেলায় চ্যাম্পিয়ান দলের জন্য থাকবে নগদ এক লক্ষ টাকার পুরুষ্কার, রানার্স দল পাবে পঞ্চাশ হাজার টাকা। এছাড়াও থাকছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। শনিবার ফটিকরায় স্কুল মাঠে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস।
তিনি জানান, তরুন প্রজন্মকে নেশার কবল থেকে দূরে রাখতে এবং মাঠমুখী করতেই এই উদ্যোগ। গঠন করা হয়েছে শক্তিশালী কমিটি। শুরু হয়েছে ফটিকরায় স্কুল মাঠ সংষ্কারের কাজ। আর এই টুর্নামেন্ট কে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস।