আগরতলা, ২২ ফেব্রুয়ারী : উজ্জয়ন্ত মিউজিয়ামের ভেতর ছবি তুলে নিয়ম ভেঙেছে বহি:রাজ্যের এক ব্লগার। এমনটাই অভিযোগ তুলে ওই ব্লগারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় লিখিত মামলা দায়ের করে ওয়াইটিএফ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক কর্মী বলেন, গত কিছু দিন আগে রাজ্য সরকার বহি:রাজ্যের ব্লগারকে ডেকে এনে স্টেট মিউজিয়ামের ভেতরে গিয়ে ছবি তুলে ভাইরাল করে। যেখানে ছবি তোলা মানা। সেই জায়গায় কিভাবে ছবি তুলে সামাজিক মাধ্যমে ভাইরাল করেছে। এর তীব্র নিন্দা জানিয়েছে ওয়াই টি এফ। আজ এরই প্রতিবাদে ওয়াই টি এফের পক্ষ থেকে পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।