আগরতলা, ২১ ফেব্রুয়ারী : কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসরে অন্তত উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। আজকের এই অনুষ্ঠানে মুখ্যাতিথি রূপে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপিকা ড. তুহিনা মন্ডল। ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষিকতার স্বীকৃতি ও প্রচারের জন্য এই দিনটি প্রতিপালিত করা হয়ে থাকে। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, শিক্ষার উন্নতি, এবং আরও শান্তিপূর্ণ সমাজ গঠনে ভাষা সংরক্ষণের গুরুত্বের উপর গুরুত্বারোপ করেন মুখ্যতিথি।
বিশ্বজুড়ে মাতৃভাষা সংরক্ষণ এবং প্রচারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ভাষা কেবল যোগাযোগের একটি অংশ নয়, এটি আমাদের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ও বহন করে থাকে। সারস্বত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি. পি.এম শ্রীনিবাস।
প্রফেসর অবধেস কুমার চৌবে মহোদয়, কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নির্দেশক, একলব্য পরিসর, (ত্রিপুরা) আজকের এই অনুষ্ঠানের অধ্যক্ষতা করেন। এই অনুষ্ঠানে বাংলা ভাষার পাশাপাশি ওড়িয়া, অসমীয়া, ককবরক, কন্নড়, তামিল, হিন্দি প্রভৃতি ভাষায় একলব্য পরিসরের অধ্যাপক অধ্যাপক অধ্যাপিকারা সংক্ষিপ্ত ভাষণ রাখেন। তাছাড়া এখনো তো পরিসরের ছাত্র-ছাত্রীদের দ্বারা বাংলা, ককবরক, বিহু, ওড়িয়া নৃত্য পরিবেশিত হয়েছে।
আজকের এই অনুষ্ঠানের সহ সমন্বয়ক তথা ধর্মশাস্ত্র বিভাগের অধ্যাপক ড. সৌম্যজ্যোতি সাহা মহোদয় স্বাগত ভাষণ প্রদান করেন এবং সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সমন্বয়ক তথা বাংলা বিভাগের অধ্যাপিকা ড. বীণাপাণি চন্দ মহোদয়া এই অনুষ্ঠানে একলব্য পরিসরের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, কর্মচারী এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। শান্তি মন্ত্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।