দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ রেখা গুপ্তার, মন্ত্রী হলেন ৬ বিজেপি বিধায়ক

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তা। এছাড়াও দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৬ জন বিজেপি বিধায়ক। এই ৬ জন হলেন – পরভেশ সাহিব সিং, আশিষ সুদ, মনজিন্দর সিং সিরসা, রবীন্দর ইন্দ্ররাজ সিং, কপিল মিশ্র ও পঙ্কজ কুমার সিং। বৃহস্পতিবার দুপুরে দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা সবাইকে শপথবাক্য পাঠ করান।

দিল্লির রামলীলা ময়দানে বৃহস্পতিবার জমকালো শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। উপস্থিত ছিলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। সূত্রের খবর, দিল্লি বিধানসভার স্পিকার হতে পারেন বিজেন্দর গুপ্তা এবং ডেপুটি স্পিকার হতে পারেন মোহন সিং বিষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *