সোনামুড়া, ২০ ফেব্রুয়ারি : সোনামুড়া শহরের প্রাণকেন্দ্রে দীর্ঘ ১৮ বছর ধরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র অব্যবস্থায় চলছে। একই ঘরে শিশুদের পড়ানো ও রান্না করা হচ্ছে। নানা সমস্যায় জর্জরিত এই কেন্দ্রটি।
জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি এই সেন্টারে চুরিও হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের কর্মীরা। কিন্তু এ নিয়ে অভিযোগ জানানোর পরও পুলিশ কোনো তদন্ত করার উদ্যোগ গ্রহণ করেনি।
কেন্দ্রের কর্মীরা জানান, নগর পঞ্চায়েতে কেন্দ্রের এই দশা নিয়ে বহুবার বলা হলেও কোনো প্রকার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শিশুরা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, শিশুদের ভবিষ্যৎ চিন্তা করে দ্রুত এই সমস্যার সমাধান করা উচিত।