নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): গ্রামীণ জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তুলছে বৈপ্লবিক উদ্যোগ। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেছেন, গ্রামীণ নাগরিকদের জীবনকে আরও আরামদায়ক করতে কেন্দ্রীয় সরকার বেশ কিছু বৈপ্লবিক উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, এসব উদ্যোগ দেশের অর্থনীতিতে নতুন গতি এনেছে।
বুধবার নতুন দিল্লিতে আফ্রিকান-এশীয় গ্রামীণ উন্নয়ন সংস্থার (এএআরডিও) কার্যনির্বাহী কমিটির ৭৭-তম অধিবেশনের উদ্বোধনের পর সমাবেশে ভাষণ দেন শিবরাজ সিং চৌহান। তিনি আশ্বস্ত করেছেন, আফ্রিকান-এশীয় গ্রামীণ উন্নয়ন সংস্থার বহুপাক্ষিক মঞ্চের মাধ্যমে ভারত জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা এবং সফল নীতি ও কর্মসূচির বিনিময় অব্যাহত রাখবে।