আগরতলা, ১৯ ফেব্রুয়ারি: ত্রিপুরার বিভিন্ন বাজারে হাইমাস্ট সোলার লাইট বসানোর পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। আজ লেফুঙ্গা ব্লক এলাকার বিভিন্ন বাজার পরির্দশনে গিয়ে এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীনাথ বলেন, রাজ্যের বিভিন্ন গ্রামীন বাজার গুলোকে হাইমাস্ট সোলারের মাধ্যমে আলোকিত রাখতে উদ্যোগ নিয়েছে পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা। সারা রাজ্যের সাথে লেফুঙ্গা ব্লক এলাকার বিভিন্ন বাজারেও হাইমাস্ট সোলার লাইট বসানোর ব্যবস্থা করা হয়েছে।
তাঁর কথায়, এই ব্লক এলাকার বাজারগুলোকে খুব শীঘ্রই ট্রেডা হাই মাস্ট সোলার বসিয়ে আলোকিত করবে। এর ফলে জনজাতি ভাই-বোনেরা রাতেও ব্যবসা-বাণিজ্য করতে পারবেন, এজন্য কাউকে কোন বিদ্যুতের বিল দিতে হবে না।